Header Ads

ফেসবুক মার্কেটিং এ যেভাবে সফল হবেন-HOW TO SUCCESS IN FACEBOOK MARKETING


প্রথমেই বলে রাখা ভালো ফেসবুক মার্কেটিং এ সফল হওয়া খুব একটা সহজ না এবং এটি একটি দীর্ঘ মেয়াদের কাজ | আপনি হটাত কোনো সফলতা চাইলে হতাশ হবেন | আর এর কিছু সুনিদিষ্ট ধাপ আছে যা আপনাকে অনুসরণ করতে হবে |


প্রথমেই আপনাকে ব্র্যান্ডিং করতে হবে এটা হতে পারে আপনার কোম্পানির ব্র্যান্ডিং অথবা পার্সোনাল ব্র্যান্ডিং| ব্র্যান্ডিং কিভাবে করবেন জানতে আমার এই পোস্টটি পড়ুন | আর ব্র্যান্ডিং কেন করবেন ? অপরিচিত কাওকে মানুষ বিশ্বাস করতে চায় না আর যাকে বিশ্বাস হবে না তার কাছ থেকে আপনি কিছু কিনতেও চাইবেন না অথবা শুনবেন না তার কোনো কথা | তাই সবার কাছে বিশ্বাস অর্জন করতে ব্র্যান্ডিং করা প্রয়োজন | আপনি যখন কোনো সোশ্যাল মিডিয়া তে নিয়মিত একটিভ থাকবেন অথবা আর্টিকেল বা ভিডিওর মাধ্যমে কিছু শেয়ার করবেন তখন সাধারণ মানুষের সাথে আপনার একটা যোগাযোগ তৈরী হয় | এভাবে নিয়মিত যোগাযোগ রাখার মাধ্যমে আপনি সবার বিশ্বাস যোগ্য হয়ে উঠবেন | আপনার ফলোযার বাড়তে থাকবে এবং আপনার মার্কেটিংয়ের রাস্তা সহজ হবে | আসুন বিষয় গুলি ধাপে ধাপে আলোচনা করা যাক
প্রথমেই আপনাকে তৈরী করতে হবে একটি ভালো ফেইসবুক প্রোফাইল | কোনো আলতু ফালতু ছবি না দিয়ে নিজের হাস্যজ্জল একটি ছবি দিন এতে সবার কাছে গ্রহণ যোগ্যতা বাড়বে | যে যে ইনফরমেশন দেবেন তা সঠিক হতে হবে এবং সম্ভব্য সকল ইনফরমেশন দেয়ার চেষ্টা করুন মনে রাখবেন ফেক একাউন্ট এর কানা কড়ি মূল্য নাই | প্রোফাইল এবং আপনার ফেইসবুক টি হতে হবে সাজানো গোছানো যেমন কভার ফটো ও প্রোফাইল পিকচার প্রফেশনাল হতে হবে | চেষ্টা করবেন নিজের অনন্যতা প্রকাশ করতে যাতে সকলের মাঝে আপনাকে আলাদা করা যায় | আর গতানুগতিক এর মাঝে মিশে গেলে আপনার কোনো দাম নাই এবং আপনার কথা কেউ শুনবে না |
ফ্রেন্ড তৈরী করার বাপারে সতর্ক হন | দুইটা খারাপ দিক তৈরী হতে পারে , প্রথমত দেখা গেলো যাদের অ্যাড করলেন তারা আপনার চাইতেও বড় মার্কেটার এবং আপনার উপর মার্কেটিং করে বেড়িয়ে গেলো আর একটা হতে পারে ঝিমানো অডিয়েন্স আপনি পোস্ট করেই গেলেন কিন্তু অডিয়েন্স এর ঘুম ভাঙ্গতে পারলেন না | তাই একটিভ মেম্বার যোগার করতে হবে এটা বড় একটা চ্যালেঞ্জ | সময় নিয়ে কাজটি করতে হবে যে কাওকে ফ্রেন্ড বানানো যাবে না | আর এমন কিছু করার চেষ্টা করুন যাতে আপনাকে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় | যেমন আমি জেনেসিস ব্লগে কারো লেখা ভালো লাগলে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই |
প্রোফাইল ও ফ্রেন্ড তৈরী করার পর পোস্ট এবং স্টেটাস এর কথা চলে আসে | নয়মিত ভালো পোস্ট দিন এবং আপনার অডিয়েন্স কে প্রভাবিত করার চেষ্টা করুন | ফ্রি কিছু দেবার চেষ্টা রাখুন যেমন টিপস অথবা ডাউনলোড লিংক | আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে আর্টিকেল বা তথ্য দিন এতে করে আপনার আলাদা একটা প্রভাব তৈরী হবে | আপনি যে বিষয়ে মার্কেটিং করতে চান তার উপর পোস্ট দিন তার ভালো মন্দ নিয়ে আলোচনা করুন | শুরুতে বিক্রির অফার দেবেননা এতে খারাপ প্রভাব তৈরী হবে | এমন একটা অবস্থান সৃষ্টি করুন যে আপনি ঐ বিষয়টি ভালো ভাবে জানেন এবং কেউ প্রয়োজন হলে আপনার সাহায্য নিতে পারবে |


                                    সম্পূর্ণ আর্টিকেলটি এখানে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.