Header Ads

ফেসবুক পোস্ট এর দারুন কিছু আইডিয়া-FACEBOOK POSTS IDEA


Image result for facebook marketingআমরা অনেক সময় ই বুঝি না ফেসবুক এ আমরা কি পোস্ট দিবো, বিশেষ করে
যখন বিজনেস এর জন্য কোন পেজ শুরু করি তাই এখানে কিছু আইডিয়া দিলাম, আশা করি সবার কাজে লাগবে। আগে ও মনে হয় বলেছি ফেসবুক এ পেজ করেই সেল পোস্ট দিয়েন না। মানুষের কাছে যান, তাদের বুঝুন এরপর আপনার সেলের জন্য প্রোডাক্ট নির্বাচন করা অনেক সহজ হয়ে যাবে।

অনুপ্রেরনামূলক বানী

অনুপ্রেরনামূলক বানী চমৎকার ভাবে কাজ করে, সবাই অনুপ্রানিত হতে চায়, তাই আপনি অনুপ্রেরনা মূলক পোস্ট দেন


বিখ্যাত মানুষদের উপর পোস্ট

আপনি যে বিজনেস করছেন সেই বিষয়ের উপর বিখ্যাত মানুষদের উপর পোস্ট দেন

পশু পাখিদের ছবি

পশু পাখিদের ছবি দিতে পারেন, মানুষ সুন্দর সুন্দর পশুপাখিদের ছবি সোশ্যাল মিডিয়াতে দেখতে পছন্দ করে।

“কিভাবে বানাবেন” “কিভাবে শিখবেন”

“কিভাবে বানাবেন” “কিভাবে শিখবেন” এগুলা মানুষ চায় আর পছন্দ ও করে তাই বিভিন্ন ধরন এর টিউটোরিয়াল শেয়ার করার চেষ্টা করেন

আপনার পেজের লিঙ্ক অন্য সোশ্যাল মিডিয়াতে

আপনার পেজের লিঙ্ক অন্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন যেমন আপনার ফেসবুক ফ্যানদের কে বলেন পিন্টারেস্ট এ ফলো করার জন্য।

আপনার ছবি, টিম এর ছবি

মানুষ আপনার কোম্পানির নাম এর থেকে, লোগোর থেকে আপনাকে অথবা আপনাদের দেখতে চাইবে, বিশ্বাস যোগ্যতার একটা ব্যাপার আছে, তাই আপনার ছবি, টিম এর ছবি, একসাথে কাজ করছেন ইত্যাদি ছবি শেয়ার করেন

আপনার প্রিয় রেসিপি

আপনার প্রিয় রেসিপি শেয়ার করতে পারেন

আপনার ব্লগ থাকা জরুরি

আপনার ব্লগ থাকা জরুরি আর যদি সেটা থাকে তাহলে অবশ্যই ব্লগ এর পোস্ট পেজে শেয়ার করেন।

আপনার প্রোডাক্ট সম্পর্কে ঘোষণা দেন

আপনার প্রোডাক্ট সম্পর্কে ঘোষণা দেন যে উমুক দিন নতুন কিছু আসছে ইত্যাদি। অথবা আপনি যদি নতুন কোন প্রোজেক্ট শুরু করতে চান সেটা ও আগে ই জানিয়ে রাখুন।

বিভিন্ন মজার ছবি

আপনার প্রোডাক্ট সম্পর্কিত বিভিন্ন মজার ছবি শেয়ার করতে পারেন, ট্রল হতে পারে, ভিডিও হতে পারে ইত্যাদি।


নিউজ পেপার এর নিউজ

নিউজ পেপার এর নিউজ শেয়ার করতে পারেন যদি আপনি মনে করেন এটা মানুষের কাজে আসতে পারে

টিপস শেয়ার করেন

টিপস শেয়ার করেন যেটা আপনার প্রোডাক্ট এর সাথে সম্পর্কিত।

মজার ঘটনা

আপনার অফিসে অথবা নিজের লাইফ এ অনেক মজার ঘটনা ঘটতে পারে সেগুলি শেয়ার করেন

শিক্ষামুলক ব্যাপার

শিক্ষামুলক ব্যাপার শেয়ার করতে পারেন আপনার পেজে
                                সম্পূর্ণ আর্টিকেলটি এখানে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.