Header Ads

৮টি অ্যান্ড্রয়েড অ্যাপ কাজকে করবে আরো সহজ!

খুব সম্প্রতি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। হঠাৎ এক বন্ধুর ফোন এল। সে জানাল হঠাৎ তার কম্পিউটারে কিছু  সমস্া দেখা দিয়েছে। শুনে আমার মাথায় বাজ পড়ার উপক্রম। কারণ ঠিক পরদিন একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেডলাইন এবং ওর কম্পিউটারে আর
কাজ করা সম্ভব হচ্ছে না। কিন্তু বাইরে থাকার পরও এই সমস্যাটা আমি খুব দ্রুত সমাধান করতে পেরেছিলাম, কারণ আমার হাতে ছিল একটা অ্যান্ড্রয়েড ফোন।
এমন একটা সময়ে আমরা বাস করছি যখন সবার হাতে হাতে পৌঁছে গেছে অ্যান্ড্রয়েড ফোন। আজকের লেখাটি অ্যান্ড্রয়েডের খুবই উপকারী ৮ টি অ্যাপস নিয়ে। চলুন তাহলে ঘুরে আসি!

। WordPress

যাদের লেখালেখির অভ্যাস আছে, তাদের জন্য অন্যতম সেরা একটি অ্যাপ এটি। যারা নিজের প্রথম ব্লগ খুলবেন বলে ভাবছেন, তাদের কাজ খুব সহজ করে দিয়েছে খুবই ছোট আকারের অসাধারণ এই অ্যাপটি।

গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড লিঙ্ক:
https://play.google.com/store/apps/details?id=org.wordpress.android

। Curiosity

বিজ্ঞানমনাদের জন্য একটি অসাধারণ অ্যাপ এটি। প্রতিদিন পৃথিবীতে কত বিচিত্র ঘটনাই না ঘটে চলেছে। এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা ও সমসাময়িক বিজ্ঞানজগতের অনেক আপডেট পেতে পারেন এই অ্যাপটি থেকে। সাথে থাকছে আপনার কৌতূহলের কোনো টপিক খুঁজে সেটা সংক্রান্ত বিভিন্ন জানা-অজানা তথ্য জানার সুযোগও এবং এসবই পাবেন এই অ্যাপের মাধ্যমে, একদম বিনামূল্যে।
গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড লিঙ্ক:
 https://play.google.com/store/apps/details?id=com.curiosity.dailycuriosity

। Duolingo: Learn Languages Free

বিভিন্ন ভাষা শেখার জন্য একটি অসাধারণ অ্যান্ড্রয়েড অ্যাপ এটি। ইংরেজির পাশাপাশি ফ্রেঞ্চ, জার্মান,স্প্যানিশের মত বহু ভাষার শব্দ শেখার একটা সুন্দর প্লাটফর্ম এই অ্যাপটি। অনেকগুলো লেভেলে কুইজে অংশগ্রহণের মাধ্যমে একজন ব্যবহারকারী এখান থেকে শিখতে পারবেন।
পাশাপাশি রয়েছে কন্টিনিউয়াস এসেসমেন্টের ব্যবস্থা। এমনকি আপনার কোনো ভাষা শেখায় অগ্রগতিও দেখাবে এই অ্যাপটি। সাথে রয়েছে বন্ধুদের চ্যালেঞ্জ করার সুযোগ এবং প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে আরো শানিয়ে নেওয়ার সুযোগ।
এই অ্যাপটিও গুগল প্লে থেকে বিনামূল্যে নামাতে পারবেন: 
https://play.google.com/store/apps/details?id=com.duolingo

৫। Adobe Scan: PDF Scanner, OCR

এই অ্যাপটি আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দেরএর মাধ্যমে খুব সহজেই মোবাইল ফোনের ক্যামেরার সাহায্যে ছবি তুলে তা থেকে পিডিএফ বানানো এবং এডিট করা যায়। এটি ব্যবহার করা খুবই সহজ। আকারেও বেশ ছোট এই অ্যাপটিতে আছে অটো রিকগনিশন সিস্টেমও। আর সাথে আছে নিজস্ব ক্লাউড স্টোরেজ
মোবাইল ফোন বা ট্যাবে পিডিএফ পড়ার অভ্যাস আছে যাদের, তারা গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে এই অ্যাপটি নামিয়ে ব্যবহার করতে পারেন।
অ্যাপটির ডাউনলোড লিংক: https://play.google.com/store/apps/details?id=com.adobe.scan.android

৪। Foxit PDF Reader & Editor

পিডিএফ পড়ার জন্য আমার সবচেয়ে পছন্দের অ্যাপ হচ্ছে ফক্সিট রিডার। এর ইন্টারফেস খুবই ইউজার ফ্রেন্ডলি। পিডিএফ সুবিধামত ফন্ট ও ভিউয়ে পড়ার পাশাপাশি এতে আছে পিডিএফ এডিটেরও সুবিধা। এটিও গুগল প্লেস্টোরে বিনামূল্যে পাওয়া যাবে।

অ্যাপটির ডাউনলোড লিংক: 
https://play.google.com/store/apps/details?id=com.foxit.mobile.pdf.lite

                               সম্পূর্ণ আর্টিকেল এখানে


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.