এস ই ও কি ?? কেন শিখবেন এস ই ও?? কিভাবে শিখবেন এস ই ও?? এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি ??
জন্য সার্চ করলে সে অনুযায়ী সবচেয়ে ভাল তথ্যবহুল যে সাইট টি আছে আপনাকে সেটা দেখাবে। যেখানে ভিজিট করলে আপনি আপনার কাঙ্খিত তথ্য গুলো পাবেন। এভাবে আপনি আপনার সাইটটি যেভাবে গুগলের টপে নিয়ে আসবেন এটাই এস ই ও এর কাজ।
অর্থাৎ গুগল বা যে কোন সার্চ ইন্জিন এ
আপনি যেভাবে করে নিজের সাইটকে সবার উপরে প্রথম পেজ এ আনবেন এই কাজটাকেই এসইও বা
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ।
কেন শিখবেন এসইও বা সার্চ ইঞ্জিন
অপটিমাইজেশন ??
অনলাইন মার্কেটিং একটা গুরুত্বপূর্ণ
পার্ট হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যা কিনা সার্চ ইঞ্জিন (গুগল, বিং,
ইয়াহু, ইত্যাদি) থেকে ভিজিটর আনতে সাহায্য করে। যখন মানুষ সার্চ ইঞ্জিনে কোন
কি-ওয়ার্ড দ্বারা সার্চ করবে, আর সেখানে যদি আপনার সাইটটি র্যাঙ্কে থাকে তখন আপনার
পজিশন কি হয় দেখেন:
Google.com->New York Hotel -> www.marriott.com
আর এটা যদি আপনার সাইট হয় তাহলে
আপনার কেমন হবে বুঝতেই পারছেন? কারন আপনি নিজের থেকে একটা জিনিস ভাবুন আপনি যদি
কোন বিষয় জানার জন্য সার্চ করেন তখন সার্চ রেজাল্ট এর সাইট গুলোর কোন সাইট টাতে
আপনি ক্লিক করেন? প্রথম টাতে নাকি পরের গুলোতে? এভাবে সব ধরনের বিষয়ের ক্ষেত্রে
একই রকম।
আর মানুষ এই কারনে সার্চ ইঞ্জিন
অপটিমাইজেশন শিখতে চায়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানা থাকলে সার্চ ইঞ্জিন থেকে
ফ্রী ভিজিটর যে রকম আনা যায়, সেরকম গুগলকে প্রতি মাসে হাজারের উপর ডলার দেওয়া থেকে
বেচে যাওয়া যায়। এটা আরেকটু পরিস্কার করি যেমন আপনি যখন গুগলে কোন বিষয় লিখে সার্চ
দেন দেখবেন প্রথম কিছু পেইড এড শো করে। এই কী ওয়ার্ডে সার্চ দিলে এই সাইট টি
প্রথমে শো করার জন্য গুগল কে পেইড করতে হয়েছে। আর এ জন্য এক কথায় বলা যায় যে, কোন
ইনভেস্টমেন্ট ছাড়াই ইনকাম করতে হলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনাকে শিখতেই হবে।
হয়ত আপনি ভাবতে পারেন তাহলে আমার সাইট
টা তো টপে থাকলো না । হুম এটা যেমন ঠিক তেমনি ওর পেমেন্ট এর কথা ভাবুন তার সাইট
গুগল এর টপে রাখার জন্য তাকে প্রতি ক্লিক এ গুগল কে ১ ডলার করে পে করতে হচ্ছে। আর
এক্ষেত্রে আপনি পাচ্ছেন পুরো ফ্রিতে।
আরেক টা জিনিস মাথায় রাখবেন পেইড এড
গুলো সবাই পছন্দ করে না। আপনি নিজের থেকে চিন্তা করেন আপনি যদি কোন সাইটে ভিজিট
করেন সেখানে যদি কোন এড দেখায় তাহলে আপনি কি এড ক্লিক করেন নাকি সেটা স্কিপ করে
যান। এরকম ই সবাই এড এর সাইট গুলোতে ক্লিক করে না। আর সার্চ ইন্জিন র্যাংক হিসেব
করে এড দেয়া সাইট এর পরের সাইট গুলো।
এ জন্য এস ই ও এর চাহিদা কখনই কমবে না
। প্রতিনিয়ত বাড়তেই থাকবে।
একদিকে এস ই ও এর মাধ্যমে আপনি
আউটসোর্সিং করতে পারবেন। আপনার জন্য অনেক কাজ অপেক্ষা করছে। আবার যদি আপনি চিন্তা
করেন আউটসোর্সিং করব না নিজের বিজনেস নিজে ডেভলপ করব আপনি সেটাও পারবেন।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখেন তবে আপনার জন্য যে কোন ধরনের সুযোগ-সুবিধা ভোগ
করতে পারবেন অনলাইন আয়ের জগতে। একটা প্রোডাক্ট তৈরি করা থেকে একটা প্রোডাক্ট
মার্কেট পাওয়া অনেক কষ্ট। আর আপনি যখন সেই কঠিন কাজটা নিজের আওতায় অন্তর্ভুক্ত
করতে পারবেন তখনি আপনি অনলাইন আয়ের জগতে নিজেকে স্বাবলম্বী করতে পারবেন।
আর বর্তমানে ইকমার্স ব্যাবসা, যে কোন
ধরণের বিজনেস ডেভলপ করা সব কিছুই প্রযুক্তির সাহায্যে হচ্ছে। আর সব কিছুই আপনি
সম্ভব করতে পারবেন এস ই ও দ্বারা।
আরেক টু দেখে নিন সার্চ ইঞ্জিন
অপটিমাইজেশন আপনাকে কি কি বিষয়ে সাহায্য করবে ??
1. আপনার সাইটের ভিজিটর বৃদ্ধির
ক্ষেত্রে।
2. ROI বা আপনার বিনিয়োগ ফিরে পাবেন
(ROI=Return on Investment)
3. অতিরিক্ত পরিমাণ বিনিয়োগ বাঁচাতে
পারবেন।
4. খুব কম বিনিয়োগে নিজের কোম্পানি বা
ব্র্যান্ড কে প্রচার করাতে পারবেন।
কোথায় শিখবেন এস
ই ও ??
এস ই ও শেখার বিভিন্ন উপায় আছে।আমি
কিছু শেয়ার করলাম।
১। ট্রেনিং সেন্টার
২। অনলাইনে বিভিন্ন ব্লগ পরে বা
গুগুলের সাহায্য নিয়ে।
৩। ভিডিও টিউটোরিয়াল দেখে ।
এই উপায় গুলু ফলো করে আপনি এস ই ও
শিখতে পারেন । এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই ৩ উপায় এর মধ্যে কোনটা আমার
জন্য ভাল হবে ? প্রথম দুইটা উপায় আপনার জন্য সব থেকে বেশি ভাল হবে । এখন আবার
প্রশ্ন যে, তিন নাম্বারটা কেন বেশি ভাল হবে না ? উত্তরঃ আপনি যদি ভিডিও টিউটোরিয়াল
দেখে কাজ শিখেন তাহলে আপনার শিখার আগ্রহ ওই ভিডিও টিউটোরিয়াল পর্যন্ত সীমাবদ্ধ
থাকবে । কোন কিছু জানার জন্য আপনি ভিডিও টিউটোরিয়াল খুঁজবেন, ভিডিও টিউটোরিয়াল এর
উপর নির্ভর থাকবেন । কোন কিছু জানার জন্য তখন আপনি গুগল ব্যাবহার করবেন না ইউটিউব
ব্যাবহার করে ভিডিও খুঁজবেন । যার কারনে আপনার জ্ঞান ভিডিও পর্যন্ত সীমাবদ্ধ থাকবে
। যার কারনে ভিডিওটাকে আমি ওই ভাবে সাপোর্ট করি না ।
কোন মন্তব্য নেই