মোবাইলে ফ্রি অ্যাপ থেকে আয় হাজার হাজার ডলার!
এক পয়সা খরচ ছাড়াই
শুধুমাত্র স্মার্টফোন ব্যবহার করে হাজার হাজার ডলার আয় করছেন যুক্তরাষ্ট্র ও
ব্রিটেনের কিছু তরুণ। তাদের এই আয়ের উৎস 'এইচকিউ ট্রিভিয়া' নামের একটি জনপ্রিয়
মোবাইল অ্যাপলিকেশন।
যুক্তরাষ্ট্র মাতানোর
পর চলতি বছরের
শুরুতে অ্যাপটি ব্রিটেনে আসে। বিনা পয়সার এই অ্যাপটি মূলত ১৫ মিনিটের লাইভ স্ট্রিম কুইজ শো প্রচার করে থাকে। এতে অংশ নিয়েই ব্যবহারকারীরা প্রতিদিন দুই ডলার থেকে শুরু করে হাজার হাজার ডলার পর্যন্ত আয়ের সুযোগ পান।
শুরুতে অ্যাপটি ব্রিটেনে আসে। বিনা পয়সার এই অ্যাপটি মূলত ১৫ মিনিটের লাইভ স্ট্রিম কুইজ শো প্রচার করে থাকে। এতে অংশ নিয়েই ব্যবহারকারীরা প্রতিদিন দুই ডলার থেকে শুরু করে হাজার হাজার ডলার পর্যন্ত আয়ের সুযোগ পান।
ব্যাপক জনপ্রিয়তার
কারণে এখন কুইজ শোটির দর্শক সংখ্যা ছাড়িয়ে গেছে লাখ থেকে কোটিতে। সম্প্রতি তারা
এযাবৎকালের সবচেয়ে বড় জ্যাকপট নিয়ে হাজির হয়। সেখানে ৮৩ জন বিজয়ীর মধ্যে তিন
লাখ ডলার ভাগ করে দেওয়া হয়েছে বলে দাবি করে তারা। মোবাইলের মাধ্যমে কুইজের মোট
১২টি প্রশ্নের সঠিক উত্তরের ভিত্তিতে দেওয়া হয় মোটা অংকের এই অর্থ পুরস্কার।
শুধু তাই না, ওই
জ্যাকপট শো-এর অতিথি উপস্থাপক হিসেবে ছিলেন দ্য রক-খ্যাত জনপ্রিয় রেসলার ও
অভিনেতা ডোয়েন জনসন। ভিডিও শেয়ারিং অ্যাপ ভাইন-এর সহ প্রতিষ্ঠাতা কলিন ক্রোল ও
রুশ ইউসুপোভ এই অ্যাপ্লিকেশনটি তৈরি করেন।
এ ব্যাপারে রুশ বলেন,
'আমরা চাই সবাই যেন সেই গৎবাঁধা টেলিভিশন কুইজ থেকে বেরিয়ে এসে নতুন কিছুর প্রতি
আকৃষ্ট হয়। এ কারণে আমরা প্রতিটি অনুষ্ঠান এমনভাবে সাজাই যেন ব্যবহারকারীরা
আমাদের সঙ্গে বেশি করে সম্পৃক্ত হতে পারে এবং তারা যেন প্রতিদিন আমাদের ভিজিট করতে
আগ্রহ পায়।'
কোন মন্তব্য নেই