Header Ads

Ojooo থেকে ইনকাম করুন প্রতিদিন 5-10 ডলার:



https://wad.ojooo.com/register.php? ref=absiddique17
সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে একটি পিটিসি সাইটের টিউটোরিয়াল নিয়ে এলাম আপনাদের জন্য।
সাইটির নাম হচ্ছে: Ojooo.com

আপনারা যদি আমার রেফার লিংকে জয়েন্ট করেন তাহলে আমি আপনাদের সকল ধরনের সহযোগিতা দিতে রাজি আছি। অনেকে Ojooo তে কাজ শুরু করবো ভাবছেন, মূলথ: তাদের জন্যই এ টিউটোরিয়াল। ৯৯% নিশ্চয়তা এই সাইটটিতে আপনারা পাবেন। এই সাইট থেকেই আয় করার ইচ্ছা নিয়ে কাজ শুরু করুন, সফল হবেন ইনশা আল্লাহ।

প্রথমেই জানা যাক, Ojooo কি? Ojooo একটি রাশিয়ান পিটিসি সাইট। Ojooo হচ্ছে পৃথিবীর সেরা  PTC সাইটের মাঝে ৩ নম্বর সাইট। এটি 2013 সালের দিকে প্রথম যাত্রা শুরু করে । অন্য কোন সাইটে এত দ্রুত এতো বেশি Member joine করে নাই। Ojooo কোন রকমের ঝামেলা ছাড়াই payment দিয়ে আসছে এবং তারা PayPal, Payza ও okpayএর মাধ্যমে payment দেয়।

যেভাবে টাকা তুলবেনঃ
মাত্র ২ ডলার হলে Ojooo থেকে payza ও paypal অথবা, okpay এর মাধ্যমে আপনি আপনার আয় তুলতে পারবেন। বর্তমানে aypal বাংলাদেশেও সাপোর্ট করে। এখানে ক্লিক করে

02.Ojooo এ কি ভাবে account করবেন ?

নিচের ব্যানারের দিকে লক্ষ্য করুন:
https://wad.ojooo.com/register.php? ref=absiddique17

প্রথমে এই ব্যানারে ক্লিক করে SINGUP এ ক্লিক করুন। তারপর আপনার তথ্যগুলো হেডলাইন অনুযায়ী দিন।

Sign up!

Username:
Password:
Confirm password:
Account e-mail:*
Referral:

Payments:

PayPal E-mail:
Payza E-mail:

Captcha

তারপর email address verify করুন ৷এভাবে সহজ পদ্ধতিতে Account খুলুন। খুবি সহজ একটা পদ্ধতি ৷

Personal data এর First name: এ আপনার নামের প্রথম অংশ,
Last name: এ দ্বিতীয় অংশ, Street Address/ House No: এ আপনার ঠিকানা,
Zip/Postal Code: এ পোস্ট কোড, City: এ আপনার শহরের নাম,
Telephone: এ টেলিফোন/মোবাইল নম্বর,
Date of birth: এ আপনার জন্মতারিখ (অবশ্যই ১৮ বছর হতে হবে),Gender: এ লিঙ্গ সিলেক্ট করুন,
Secret question: এ একটি প্রশ্ন লিখে দিতে হবে,
Secret answer: এ প্রশ্নের উত্তর দিন (যেমনঃ what is your favorite color? Answer: Red), প্রশ্ন ও উত্তরটি সংরক্ষণ করে রাখুন, কখনও প্রয়োজন হতে পারে।
Enter the characters: এ পাশের অক্ষরগুলো লিখে দিন,Terms of Service agreement: এর Yes এ ক্লিক করুন।সবগুলো তথ্য ঠিক মতো দেওয়া হলে Register এ ক্লিক করুন। তাহলে আপনার ইমেলে Ojooo একটি ম্যাসেজ পাঠাবে।

৩। ই-মেলে প্রবেশ করে ইনবক্স থেকে একাউন্ট Conform করুন।

03.Ojooo তে যেভাবে কাজ করবেন ?

 Account create. করার পরে username and password দিয়ে login করুন, উপরে দেখুন Paid To Click Ads আছে ওখানে ক্লিক করুন। অনেক গুলো ads দেখতে পারবেন

Fixed Advertisements এর জন্য 0.001$ and 0.005$ Standard Ads এর জন্য 0.01$ and Micro Ads এর জন্য 0.0004$ advertisement দেখার জন্য যে Ads দেখবেন তার উপর ক্লিক করুন, সম্পুর্ন লোড হলে Close Windows করুন৷

Ojooo এর সুবিধাসমূহ:
1. withdraw দেয়ার সাথে সাথে instant টাকা Paid করা হয়।
2. server অত্যন্ত ভালো ও very high speed.
3. মাত্র 2 ডলার হলেই withdraw করা যায়।
4. Live Support ব্যবস্থায় সরাসরি সমস্যার সমাধান পাওয়া যায়।
5. এছাড়া কোম্পানির Support ব্যবস্থা অত্যন্ত কার্যকর।
# একটি কথা মনে রাখবেন যে company গুলো ভালো তারা 1,2,3,4,5 ডলার হলেই payment দিয়ে  দেয় ৷

Ojooo এর অসুবিধাসমূহ:
 
1.একটি কম্পিউটার বা মোবাইল দিয়ে মাত্র একটি একাউন্ট করা যাবে।
2. 
Ojooo তে কাজ করতে একটি সেপারেইট IP ব্যবহার করতে হবে।
Ojooo তে কাজ করবার পদ্ধতি:
ধাপ ১: শুরু করা: Ojooo থেকে আয়ের তিনটি পদ্ধতি আছে:
১. আপনার ব্যক্তিগত কাজ (Viewing Ads, Doing Mini Jobs, clix Grid) থেকে আয়
২. R R(Rented Referrals)থেকে আপনাকে দেওয়া কমিশন পরে ব্যাখ্যা করব.
৩. D R(Rented Referrals) থেকে আপনাকে দেওয়া কমিশন পরে ব্যাখ্যা করব
ধাপ ২: প্রথম দুই সপ্তাহ (একটি টার্গেট পুরন করতে হবে):
আমার মতে, প্রথম 5-6 দিন হল সবথেকে গুরুত্বপূর্ণ সময়। সঠিক নিয়ম জানার অভাবে এই সময়ের মধ্যে অনেকেই কাজ ছেড়ে দিবে। কিন্তু আপনি যদি কাজ চালিয়ে জান তবে আমি আপনাকে ১০০% নিশ্চয়তা দিতে পারি আপনি সফল হবেন-ই, ইনশাআল্লাহ।
প্রথম 10 দিনে, আপনি RRS কিনতে পারবেন, তাই আপনার লক্ষ থাকবেঃ
প্রতিদিন একই সময় Ads গুলো Click করা এবং আপনার প্রথম $0.2 আয় করা। যাতে আপনি এই টাকা দিয়ে 1 RR(Rented Referrals) কিনতে পারেন
ধাপ ৩: প্রথম RR(Rented Referrals) কেনা (৪টি টার্গেট পুরন করতে হবে):
অভিনন্দন, অনেক মানুষ এই 5-6 দিনের আগেই নিরাশ হয়ে ফিরে যায়। কিন্তু আসল মজা এখন শুরু। চিন্তা করবেন না আপনি খুব ভাল ভাবেই আগাচ্ছেন। একটু থামুন।
শর্তাবলী: “Standard membership মেম্বার হিসেবে আপনাকে সব Paid to click advertisement and Fixed অ্যাড গুলো অবশ্যই প্রতিদিন ক্লিক করতে হবে অন্যথায় আপনার RR এবং DR থেকে কমিশন পাবেন না।”আরো এক সপ্তাহের মধ্যে আপনি আরো 5 টি রেফারেল কিনতে পারবেন এবং তখন আপনার প্রতিদিন আয় দাঁড়াবে $ 0.25 টার্গেট # ৩– ৩০০ জন RRs না হওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যান। আপনি চাইলেই যেকোনো সময় আপনার টাকা Withdraw করতে পারেন তবে আমার মতে লক্ষ পুরন না হওয়া পর্যন্ত টাকা না উত্তলন করাই ভাল।
আয়ের গোপন ক্ষেত্র: PTC সাইট সম্পূর্ণ নির্ভর করে আপনার রেফারাল এর উপর।যার রেফারাল যতো বেশি তার আয় ততো বেশি। তাই আপনার যদি কোন রেফারাল না থাকে তাহলে ১ সেন্টকে ১ ডলারে রূপান্তরিত করতে অনেক সময় লেগে যেতে পারে।। হয়তো বা আপনি ততদিনে এই সাইট থেকে আয়ের আশাই ছেড়ে দিবেন। তাই ojooo এর সব থেকে ভাল দিক হল আপনার Direct রেফারাল বাড়ানো। আর Direct রেফারাল না থাকলে ojooo Rent রেফারেল ভাড়া করতে পারেন অথবা Rent রেফারাল একে বারে কিনে নিতে পারেন ৷
কি ভাবে Direct referral বানাবেন:
আমার রেফার লিংকে রেজিস্টার করে আমাকে ফোন দিন আর আপনার username টা বলুন আমি আপনাদের বিস্তারিত বলে দিব।


Rent Referrals ক্লিক না করলে কী করবেন?

কিছু Rent Referrals কাজ নাও করতে পারে। তখন প্রতি ৫ দিন পর এদেরকে Recycle করবেন।Ojooo এ কিছু টেকনিক আছে আপনাকে সেটা আবিস্কার করতে হবে। তাহলে আপনার জীবনের মোড় পাল্ঠে যাবে। তা ছাড়া আপনি Free member হিসেবে 14 দিন পরে company আপনার Rent Referrals কে AUTO ভাবে  Recycle করে দিবে আপনার কোন খরচ লাগবে না৷এভাবে আপনারা এখান থেকে আয় করতে পারেন৷

সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, অনেক কথা হলো Ojooo সম্পর্কে। প্লিজ, আমার এ রেফারিল লিঙ্ক থেকে জয়েন করে আমাকে কি একটু বাড়তি ইনকামের সুযোগ দেওয়া যায় না? কোন জানার থাকলে আমার ফেইসবুকে ইনবক্স করুন। সবার শুভ কামনায় শেষ করলাম। ভালো থাকবেন।

একবার ঘুরে আসার আমন্ত্রণ রইলো:

 জানতে চাই, জানাতে চাই ; World Hot Events ; Youtube Educare Channel ; Educare Channel ;  Facebook;  Twitter

 

1 টি মন্তব্য:

  1. আপনার ফোন নাম্বার দরকার। ০১৭৫০৪৮৪১৫৫ অথবা ০১৮৭৪৬৩৩০০৩ এই নাম্বার এ একবার ফোন দেন plz আমি id খুলব


    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.